প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৪
প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেলিভিশন থেকে ওটিটি এমনকি বড় পর্দা সব মাধ্যমেই দাপটের ছাপ রেখে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার তিনি একেবারে নতুন ভূমিকায় হাজির হতে চলেছেন। তবে অভিনেত্রী নয়, প্রযোজক হিসেবে। এবার নিজের ভাবনা, নিজের গল্প এবার পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন এই সুন্দরী।


সম্প্রতি ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কী দেওয়া উচিত? এরপর মন্তব্যঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন।’ সেখানে উত্তরও দেন ফারিণ। লেখেন, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন‍্যবাদ।’


এরপরই এ প্রসঙ্গে এক গণমাধ্যমের মুখোমুখি হন ফারিণ। সেখানে নিজের মতো করে কিছু করার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, ‘ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।’


তিনি আরও জানান, বছরের শেষ দিকে তার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও ফারিণের সঙ্গে কাজ করেছেন। তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিণ; নিয়মিত কাজ করারও ইচ্ছা তার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com