বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৬
বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ইনিংস শুরুর আগেই ধারাবাহিকভাবে ঝড় ঝঞ্ঝা বইয়ে যাচ্ছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির ওপর দিয়ে। কিছুদিন আগেই কারুরের মিছিলে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনায় রোষানলে পড়েন তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) প্রতিষ্ঠাতা এ অভিনেতা।


এমন পরিস্থিতিতে ফের বিপাকে পড়লেন অভিনেতা বিজয় থালাপতি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে দক্ষিণী এই তারকার বাড়িতে শুরু হয় বোমা আতঙ্ক। ই-মেইলের মাধ্যমে তার বাড়ি উড়িয়ে দেওিয়ার হুমকির কথা জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম থেকে।


প্রতিবেদন অনুযায়ী, ই-মেইলে বোমা ফেলে বিজয় থালাপতির চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ের বাড়ি উড়িয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অভিনেতার বাড়িতে বোমা রাখা হয়েছে। এ খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় বোম্ব স্কোয়াড। আর পুরো বাড়িজুড়ে শুরু হয় তল্লাশি। তবে সেখানে কোনো বোমা পাওয়া যায়নি।


এদিকে বোমা আতঙ্কের পরই রাজনীতিবিদ বিজয় থালাপতির নিরাপত্তা বাড়াতে জোর দিয়েছে তামিলনাড়ু পুলিশ। অভিনেতার বাড়ির বাইরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এমন ঘটনা শুধু তার ক্ষত্রে নয়, এর আগে দক্ষিণী একাধিক তারকারা এমন বোমার হুমকি পেয়েছেন। সেসব তালিকায় রয়েছেন নয়নতারা, তৃষার মতো অভিনয়শিল্পীরা।


এর আগে গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয় থালাপতির রাজনৈতিক মিছিয়ে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। যা গোটা দেশকে নাড়িয়ে দেয়। পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা শতাধিক ছাড়ায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com