
না ফেরার দেশে চলে গেলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম। তিনি নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অশীষ শেলার অভিনেত্রীর প্রয়াণে এক্স-এ (সাবেক টুইটার) শোক প্রকাশ করে লিখেছেন,পিঞ্জরা’র খ্যাতিমান অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তার অবদান, বিশেষ করে অভিনয় ও নৃত্যের মধ্য দিয়ে, চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। মুম্বাইয়ের শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধামে সন্ধ্যার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং ভক্তরা উপস্থিত থেকে প্রিয় তারকাকে শেষ শ্রদ্ধা জানান।
সন্ধ্যার প্রকৃত নাম ছিল বিজয়া দেশাই। ১৯৫১ সালে ভি. শান্তারামের ছবি ‘অমর ভূপালি’ দিয়ে তার চলচ্চিত্রে পথচলা শুরু। ছবিটির জন্য শান্তারাম নতুন মুখ খুঁজছিলেন, আর সন্ধ্যার কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব দেখে তাকে বেছে নেন। সেখান থেকেই শুরু হয় তার রুপালি পর্দার সোনালি অধ্যায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]