
দুর্গাপূজার বিজয়া দশমীতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হলেন তরুণ অভিনেতা ইয়াশ রোহান। তবে তাঁকে একা দাঁড়াতে হয়নি-পাশে দাঁড়িয়েছেন নাটক ও চলচ্চিত্রের সহশিল্পীরা, পাশাপাশি অসংখ্য ভক্ত-অনুসারী।
গতকাল বৃহস্পতিবার ফেসবুকে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করেন ইয়াশ রোহান। ছবির ক্যাপশনে তিনি লিখেন বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা। কিন্তু পোস্টটি প্রকাশের পরই কিছু ব্যবহারকারী সেখানে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন।
অভিনেত্রীর মেহজাবীন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা বা ভুয়া প্রোফাইল থেকে স্ল্যাং ব্যবহার করা সাহসের পরিচয় নয়। বরং তা আপনার নীচ মানসিকতাকেই প্রকাশ করে। এত ঘৃণা নিয়ে মানুষ কীভাবে রাতের ঘুম হারাম করে না, সেটাই আশ্চর্য!’
অভিনেতা আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন। তার পরিচয় ধর্ম বা অঞ্চল দিয়ে নয়, বরং তার শিল্পীসত্তা দিয়েই তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার।’
এ ছাড়া অভিনেতা রওনক হাসান, সুনেরাহ বিনতে কামাল এবং নির্মাতা শিহাব শাহীনসহ অনেকেই ইয়াশের প্রতি সমর্থন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
ভক্তরাও অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘এসব মন্তব্যে দয়া করে কষ্ট পাবেন না ভাই। আমরা চাই, মানুষকে কাজ দিয়ে মূল্যায়ন করা হোক, ধর্ম দিয়ে নয়।’
শুক্রবার রাত ৯টা পর্যন্ত ইয়াশের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ, মন্তব্য পড়েছে ১৬ হাজারের বেশি এবং পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ২ হাজার ৭ শত বার।
উল্লেখ্য, ইয়াশ রোহান অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে নাম লেখান।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]