কুবির ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেরাদের সেরা যারা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫
কুবির ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেরাদের সেরা যারা
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এ টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (ছেলে) এবং টানা ষষ্ঠ বারের চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ (মেয়ে)। এছাড়া টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে নৃবিজ্ঞান বিভাগ (ছেলে) এবং লোক প্রশাসন বিভাগ (মেয়ে)।


বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন খেলার মাঠে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ আয়োজিত হয়।


এ টুর্নামেন্টে ছেলেদের মধ্যে ফাইনাল ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জয় রায়। টুর্নামেন্ট সেরা হয়েছেন একই বিভাগের সৌরভ সিদ্দিকী। অন্যদিকে মেয়েদের মধ্যে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন পরিসংখ্যান বিভাগের সাইকা আমান সুহী এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন একই বিভাগের সোনিয়া সুলতানা।


ছেলেদের খেলায় টুর্নামেন্ট সেরা সৌরভ সিদ্দিকী বলেন, 'টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। প্রতিটি শট, প্রতিটি দৌড়, প্রতিটি ঘামঝরা মুহূর্ত—সবই যেন এক অদ্ভুত আবেগে গাঁথা। যখন কোর্টে নামি, একটাই চিন্তা মাথায় ছিল এটাই আমার শেষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, আমাকে জিততেই হবে।'


তিনি আরও জানান, 'যখন বিজয়ের উচ্ছ্বাসে মেতে উঠলাম, তখন অনুভব করলাম—এই জয় শুধু আমার নয়, আমার বিভাগের, আমার শিক্ষকদের, আমার সহপাঠীদের। যাদের উৎসাহ ছিল আমার শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে এই শিখরে পৌঁছাতে সাহায্য করেছে। এটা শুধু একটি ট্রফি নয়, এটা অধ্যবসায়ের প্রতিচ্ছবি, লড়াইয়ের গল্প, স্বপ্ন পূরণের এক অনন্য অধ্যায়।'


ছেলেদের ফাইনালে ম্যাচসেরা জয় রায় বলেন, 'এবার দ্বিতীয়বারের মতো আমি বিভাগের হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং দুবারই চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুব আনন্দিত। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটাও আমার জন্য ছিল অনেক আনন্দের। আমার টিমমেট সিনিয়র সৌরভ ভাই এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ সবসময় পাশে থেকে যেভাবে উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও বিভাগের হয়ে এমন জয় উপহার দিতে পারবো।'


এছাড়া মেয়েদের খেলায় টুর্নামেন্ট সেরা সোনিয়া সুলতানা বলেন, 'জয় সবসময়ই আনন্দের, তবে এবারের জয় আমাদের কাছে একটু বেশিই আনন্দের ছিল। কারণ এটি আমার শেষ টুর্নামেন্ট এবং প্রায় সব বিভাগ আমাদের বিপক্ষে ছিল, আমাদের তাদের জন্য একটি উত্তর ছিল। আমরা কখনো হাল ছাড়িনি, পরিশ্রম আর চেষ্টা করে গেছি সব সময় এবং তা ব্যর্থ হয় না—এই জয় তারই প্রমাণ। আমাদের প্রতিপক্ষরাও দারুণ খেলেছে, তাদের জন্য ভবিষ্যতে শুভকামনা রইল।'


টুর্নামেন্টে মেয়েদের খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা নির্বাচিত সাইকা আমান সুহী বলেন, 'একটি টুর্নামেন্টে ম্যাচসেরা হওয়া সত্যিই আনন্দের, আর এটি দ্বিতীয়বার অর্জন করতে পারা আমার জন্য আরও বিশেষ কিছু। এই ট্রফি শুধু একটি পুরস্কার নয়; এটি আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। ভবিষ্যতের জন্য সবার প্রতি রইল শুভকামনা।'


উল্লেখ্য, ছেলেদের ফাইনালে প্রত্নতত্ত্ব বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ। গত ০২ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে এই আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল।


বিবার্তা/প্রসেনজিত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com