রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী জানিয়েছেন যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে র্যাংকিংয়ে একক সংখ্যার অবস্থানে নিয়ে আসতে হলে মানসম্মত ও সময়োপযোগী গবেষণা কার্যক্রম অপরিহার্য।
তিনি জানান, এই লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘হাউ স্যালাইনিটি হ্যাজার্ডস আর শেপিং কোস্টাল কমিউনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার জন্য সেমিনারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবছর জলবায়ুর বিরূপ প্রভাবে উপকূলীয় মাটির লবণাক্ততা বাড়ছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জন্য নানা চ্যালেঞ্জ তৈরি করছে। উপাচার্য উল্লেখ করেন, নিরাপত্তা ঝুঁকি কমাতে এ ধরনের গবেষণার ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সেমিনারে সভাপতিত্ব করেন বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. এমদাদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের উপ-পরিচালক মোঃ মাসুদার রহমান। জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
বিবার্তা/সোলাইমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]