কুষ্টিয়ার
মিরপুরে ছাত্রদল নেতার হামলায় নিহত ১
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ২৩:০৭
মিরপুরে ছাত্রদল নেতার হামলায় নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


সোমবার (৩০ জুন) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহ এর সামনে হামলার এ ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন আমলা ইউনিয়নের মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং স্থানীয় জাসদের সমার্থক বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক কয়েকজনকে সাথে নিয়ে জমির উদ্দিনের ওপর হামলা চালায়। হাতুড়ি, হকিষ্টিক দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এসময় সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন মারা যান।


উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে জাসদ সমর্থক জমির উদ্দিন ছাত্রদল সভাতি অনিকের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙ্গে দিয়েছিল। এমন পূর্ব শত্রুতা ও বিরোধের জের ধরে আজকের হামলার এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।


এ ঘটনার বিষয়ে মিরপুর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে জমির উদ্দিন নামে এক ব্যক্তি পিটিয়ে আহত করলে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদে মর্গে প্রেরণ করা হয়েয়ে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com