
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় শিশুর লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।
সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়ন থোল্লাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পুকুরে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। এরপর নবীনগর থানার একটি টিম এসে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক সাত বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]