শিরোনাম
২১ আগস্টের শহীদদের স্মরণে এথেন্সে আ. লীগের সভা
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৮, ১২:৫৮
২১ আগস্টের শহীদদের স্মরণে এথেন্সে আ. লীগের সভা
এথেন্স (গ্রিস) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গ্রিস আওয়ামী লীগের উদ্যোগে গ্রিসের এথেন্স শহরে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


গ্রিস আওয়ামী লীগের সভাপতি রাকিব মৃধার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এর পরে ২১ অগাস্ট আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালে তৎকালীন বিএনপি জামায়াত সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সবাইকে হত্যার জন্য ২১ অগাস্ট গ্রেনেড হামলা চালায়। মানববর্ম তৈরী করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেদিন শেখ হাসিনার প্রাণ বাঁচায়। তবে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ অনেকেই নিহত হন।


এই হামলার দ্রুত বিচার দাবি করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ জানান।


সভায় বক্তব্য রাখেন গ্রিস আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুবুল আহসান, আব্দুল করিম, সহসভাপতি কামরুজ্জামান, নান্নু খালাসী প্রমুখ। এ সময় গ্রিস আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com