শিরোনাম
ডেনমার্ক আওয়ামী লীগের শোক দিবস পালন
প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ০৯:৪৫
ডেনমার্ক আওয়ামী লীগের শোক দিবস পালন
বিদ্যুৎ বড়ুয়া, ডেনমার্ক থেকে
প্রিন্ট অ-অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার ডেনমার্কের কোপেনহেগেনে এ সভা অনুষ্ঠিত হয়।


ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া।


সভার শুরুতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মাদ ইউসুফ, আব্দুল্লা আল জাহিদ, আহসান উজ্জামান, ডেনমার্ক যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির জীবন ও ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, অলি হোসেন রিপন, রেজাউল করিম প্রমুখ।


সভায় বক্তারা বলেন, জাতির জনকের আরাধ্য স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেদিন প্রিয় মাতৃভূমি অর্থনৈতিক ভাবে মুক্তি পাবে সেদিনই জাতির জনক রক্তের ঋণ শোধ হবে। এই অর্থনৈতিক মুক্তির আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পাশে থাকতে হবে।


বিবার্তা/বিদ্যুৎ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com