শিরোনাম
আমীরাতে টেম্পোরারি ভিসায় কাজ করা যাবে?
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ১৬:৪৫
আমীরাতে টেম্পোরারি ভিসায় কাজ করা যাবে?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংযুক্ত আরব আমীরাতে অবৈধভাবে অবস্থানরত বিদেশীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। ১ আগস্ট থেকে এ ঘোষণা কার্যকর হয়েছে। এর আওতায় অবৈধ বিদেশীদের ছয় মাস মেয়াদী সাময়িক ভিসা দেয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এ ভিসা নিয়ে অবৈধ বিদেশীরা কি দেশটিতে চাকরি করতে পারবেন?


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, সাময়িক ভিসার সুযোগ নিয়ে কেউ যদি স্পন্সর পান তো তিনি এর সাহায্যে তার স্ট্যাটাস বদলে নিতে পারেন। তবে এই সময়ের মধ্যেও যারা চাকরি খুঁজে পাবেন না, তাদের অবশ্যই এদেশ ছাড়তে হবে। মেয়াদপূর্তির পর এ ভিসার মেয়াদ আর কিছুতেই বাড়ানো হবে না। তবে কেউ চাইলে ভিজিট ভিসা নিয়ে আবার এদেশে আসতে পারেন। সূত্র : খালিজ টাইমস


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com