শিরোনাম
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ, স্পেনে মানববন্ধন
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১১:০১
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ, স্পেনে মানববন্ধন
কবির আল মাহমুদ, স্পেন থেকে
প্রিন্ট অ-অ+

নিরাপদ সড়কের দাবিতে দেশের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে মানববন্ধন ও সভা করেছে স্পেনের কুমিল্লা সমিতি।


শনিবার স্থানীয় সময় রাত ১০টায় মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত সভায় অংশগ্রহণ করেন প্রবাসী রাজনৈতিক, সামাজিক নেতাকর্মী ও সংবাদকর্মীরা।


কুমিল্লা সমিতির সভাপতি আনিসুর রহমান রুবেলের সভাপতিত্বে ও অর্থ-সম্পাদক আবুল হাসেম মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আন্দোলন উল্লেখ করেন এবং তাদের নয় দফা দাবি মেনে নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী শিশু কিশোরদের উপর হামলারও নিন্দা জানান বক্তারা। এসময় তারা স্লোগান দেন- ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘গো এহেড স্টুডেন্টস. উই আর উইথ ইউ’।



সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি ও চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বাংলা স্কুলের সভাপতি মোহাম্মদ বেলাল, নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি সোহেল ভূঁইয়া, মোহাম্মদ মোরশেদ, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, হারুন উর রশিদ, কুমিল্লা সমিতির উপদেষ্টা আহমেদ শফি, কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক স্বপন কাজী, স্পেন বাংলা প্রেসক্লাব সভাপতি সাহাদুল সুহেদ, ভালিয়েন্তে বাংলার সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন সরকার, রফিক মিয়া, মাহবুবুল আলম শিপন, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরপের আহবায়ক আবু জাফর রাসেল, সাইফুল আলম মাসুম, মোহাম্মদ ইউসুফ, কাজী আবুল বাশার, আবু তাহের, বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অব স্পেনের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, ব্যবসায়ী নাহিদ আনোয়ারুল প্রমুখ।



সংহতি প্রকাশ সভায় সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভা শেষে স্থানীয় আভে মারিয়া ই খেসুস সড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রবাসীরা। এ সময় তাদের হাতে ছিল শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশের নানা স্লোগান লেখা পোস্টার।


বিবার্তা/কবির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com