শিরোনাম
কন্স্যুলার সেবা সপ্তাহ উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা
প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ০২:৪০
কন্স্যুলার সেবা সপ্তাহ উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কন্স্যুলার সেবা সপ্তাহ উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা করেছে বাংলাদেশ হাইকমিশন। সেখানে বাস করা প্রবাসী ও অভিবাসীদের জন্য বুধবার ওই সভা অনুষ্ঠিত হয়।


শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিফেন্স উইং মো. হুমায়ুন কবির, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, পাসপোর্ট বিভাগের প্রজেক্ট ডিরেক্টর মেজর আবেদ, ডেপুটি ডিরেক্টর সাইদুর রহমান, প্রথম চিব তাহমিনা ইয়াসমিন, দূতাবাসের ২য় সচিব শ্রম ফরিদ আহমেদ প্রমুখ।


পাসপোর্ট ফি সংক্রান্ত বিষয় যেমন প্রফেশনাল ও ডিপেনডেন্টদের জন্য ৩৮৫ আরএম, স্টুডেন্ট এবং ওয়ার্কারদের জন্য ১১৬ আরএম'র ব্যাংক ড্রাফট করতে হবে। এছাড়া ভিসা কপি, স্টুডেন্ট আইডি, ওয়ার্ক পারমিটসহ সংশ্লিষ্ট দলিলাদি আনতে হবে বলে এসময় জানানো হয়।


প্রসঙ্গত, কন্স্যুলার সেবা সপ্তাহে গত ১৯ মার্চ থেকে বাংলাদেশীদের প্রত্যক্ষ সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ হাইকমিশন।


এই কন্স্যুলার সেবা সপ্তাহ কার্যক্রমের মধ্যে আছে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট প্রাপ্তি ও নবায়ন, জন্ম-নিবন্ধন ও ভোটার কার্ডের মাধ্যমে এমআরপি পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ, ফরম পূরণের খুঁটিনাটি সরাসরি তত্ত্বাবধান, প্রয়োজনীয় পরামর্শ দান, আবেদনকারীদের ছবি ও আঙ্গুলের ছাপ গ্রহণ বা বায়োমেট্রিক তথ্য নিবন্ধন।


বিবার্তা/আরিফ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com