শিরোনাম
প্রধানমন্ত্রী প্যারিস যাচ্ছেন ১১ ডিসেম্বর
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪২
প্রধানমন্ত্রী প্যারিস যাচ্ছেন ১১ ডিসেম্বর
ফাইল ফটো
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী ১১ ডিসেম্বর প্যারিস আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ ডিসেম্বর তিনি প্যারিসের বিলিয়ানকোর্ট সম্মেলন কক্ষে ওয়ান প্ল্যানেট সামিটে যোগদান দেবেন।


সম্মেলনে বিশ্বব্যাংকের সভাপতি জিম ইয়ং কিম, জাতিসংঘের মহাসচিব এন্টিনিও গুটিরেজ, ইউরোপিয়ান কমিশনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


সম্মেলনে জলবায়ু ইস্যুতে নেতৃবৃন্দ সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জাতিসংঘের মহাসচিব ও ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতি জিন ক্লাউডে জাঙ্কের সাথে দ্বিপাক্ষিক বিষয় ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে।


ঐতিহাসিক প্যারিস চুক্তির দুই বছর পর এখন দৃশ্যমান পদক্ষেপ নেয়া জরুরি বলেও মনে করেন আয়োজকরা। সরকারি-বেসরকারি অর্থায়নে কীভাবে সৃষ্টিশীল ও সর্বজনগ্রাহ্য পদ্ধতি ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা যায়, সেদিকেই গুরুত্ব দেয়া হবে এবারের সামিটে।


এছাড়া ফ্রান্স প্রবাসীদের গণসংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইতিমধ্যে প্যারিস আসা শুরু করেছেন। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এমএগনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, ইউরোপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া গোলাম মোহাম্মদ, ড. বিদ্যুৎ বড়ুয়াসহ বিভিন্ন দেশের সভাপতি সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্যারিস আসবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।


বিবার্তা/বিদ্যুৎ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com