শিরোনাম
মক্কায় সড়ক দুর্ঘটনা
মা ও দুই ছেলের পর বাবারও মৃত্যু
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ১১:৫৮
মা ও দুই ছেলের পর বাবারও মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশি মা ও তার দুই ছেলের পর পরিবারের কর্তাও মারা গিয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় পরিবারের কর্তা কামরুল ইসলাম নিলয় গুরুতর আহত অবস্থায় থাকার পর শনিবার সন্ধ্যায় মারা যান।


দুর্ঘটনার দিন ঘটনাস্থলেই প্রাণ হারায় নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তাদের ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)।


পরিবারটি ওমরা পালন করতে শনিবার ইতালি থেকে সৌদি আরব গিয়েছিল। ওমরা পালন শেষেই তারা মদিনা যাচ্ছিল।


জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম শুক্রবার রাতে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কা থেকে মদিনা যাওয়ার সময় পাহাড়ি পথে এই দুর্ঘটনাটি ঘটে।


মক্কা প্রবাসী নয়ন শেখ জানান, ওমরা পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা যাচ্ছিলেন নিলয়। পাহাড়ি পথে তাদের প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। জুয়েল নামে নিলয়ের এক স্বজন ওই গাড়ি চালাচ্ছিলেন। তিনিও আহত হয়েছেন।


আহত দুজনকে কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। নিলয়ের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে নেয়া হয়। নিলয়দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেপ পাড়ায়। তিনিও ওই এলাকার বাসিন্দা।


বিবার্তা/ইমদাদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com