শিরোনাম
সৌদিতে বাংলাদেশি অপহৃত
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ১১:০৫
সৌদিতে বাংলাদেশি অপহৃত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক প্রবাসী যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।


এই অপহরণের ঘটনায় মাদারীপুর থেকে সোহাগ ব্যাপারী নামে এক যুবকেকে গ্রেফতার করেছে র‍্যাব। তার বাড়ি মাদারীপুর জেলা সদরের পূর্ব রাস্তি এলাকায়। অপহৃত দেলোয়ার ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. দুধ মিয়ার ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন ১১ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরের একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। গত ১১ নভেম্বর তার অফিসের গেট থেকে কয়েকজন তরুণ তাকে অপহরণ করেন।


অপহরণকারীরা মুক্তিপণের টাকা পৌঁছে দেয়ার যে নম্বরগুলো দিয়েছে সেগুলো বেশিরভাগই বাংলাদেশের। দেলোয়ারের বাবা এর মধ্যে কয়েকটি নম্বরে ১ লাখ টাকা পাঠান।


এ ঘটনায় ১৪ নভেম্বর রাতে দুধ মিয়া কসবা থানায় অপহরণের অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। রিমান্ডে নেয়া হলে আরও তথ্য পাওয়া যাবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com