শিরোনাম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৩
সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ২ প্রবাসী। মঙ্গলবার সকালে হাফার আল বাতেন রোডের নারীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় নিহতরা হলেন- কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (২৮), একই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৪০) ও বরুড়া উপজেলার গইনখালী গ্রামের সেলিম মিয়া (৩৮)।


আহতরা হলেন- চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জাকির হোসেন ও আমিন মেম্বারের ছেলে শরীফ।


জানা যায়, মঙ্গলবার সকালে প্রাইভেটকার যোগে সৌদির দ্বীযানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর হাফার আল বাতেন রোডের নারীয়া এলাকায় পৌঁছানোর পর কারের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।


আহত অবস্থায় শরীফ ও জাকিরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সৌদি আরব থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তাদের নিকটতম আত্মীয় জিয়াউর রহমান।


এদিকে নিহতদের স্বজন চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের মাজহারুল ইসলাম জানান, ৬ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান কামাল হোসেন ও মোহাম্মদ হোসেন। সেখানে একই গ্রামের আমিন মেম্বারের ছেলে শরীফের সাথে কাজ করছিলেন। তারা সবাই সৌদি আরবের দাম্মামে থাকতেন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com