শিরোনাম
রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসুন: প্রবাসীদের এম এ গনি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩০
রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসুন: প্রবাসীদের এম এ গনি
ডেনমার্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমার সরকারের সহিংসতায় মানবিকভাবে বিপর্যস্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাহায্য পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ গনি। এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

 

বিবৃতিতে তিনি বলেন, নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সাত লাখ রোহিঙ্গার জন্য বিপুল পরিমাণ খাদ্য-বস্ত্র-অন্নের প্রয়োজন। বিপুল এই জনগোষ্ঠীর অর্থনৈতিক চাপ নেয়া সরকারের পক্ষে কষ্টকর। ইতিমধ্যে বিশ্বনেতাদের কাছে বর্তমান আওয়ামী লীগ সরকার  রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সাহায্য ও কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধনের আহ্বান জানিয়েছেন। প্রবাসের নিজ নিজ দেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে  প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে অর্থপ্রদান করে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।   

 

উল্লেখ্য, আগামী মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

 

গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশিচৌকিতে উগ্রবাদীদের হামলার সূত্র ধরে রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ। রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন, জুলুম, নিপীড়ন, ঘরবাড়িতে আগুন, মানুষ হত্যা অব্যাহত রেখেছে মিয়ানমারে সামরিক বাহিনী।  

 

জাতিগত বিরোধ ও ধ্বংসলীলার পর প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারে ঢল নামে রোহিঙ্গাদের। তাদের বেশিরভাগই নারী ও শিশু। পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অনেকের আশ্রয়কেন্দ্রে ঠাঁই হলেও তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে (ক্যাম্প) খাদ্য ও পানি সংকট চরম আকার ধারণ করায় শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছেন।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com