শিরোনাম
যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও মতবিনিময়
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৭, ০৯:৪৯
যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও মতবিনিময়
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রে হবিগঞ্জবাসীর প্রাণের সংগঠন হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও মতবিনিময় সভা সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজদু মিয়া তালুকদারের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক শিমুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুউদ্দিন আজাদ, উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর, উপদেষ্টা ডা: মাসুদ হাসান। প্রবাসের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন অসীম, মুজাহিদ আনসারী, আতাউর রহমান সেলিম, মহিউদ্দিন দেওয়ান, হাজী এনাম, ইমদাদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নাছির উদ্দিন, জকি উদ্দিন চৌধুরী, মীর দরবেশ আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন নাজিম উদ্দিন, তাজুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার শাহিন আহমেদ, গোলাম রব্বানী, রেজাউল আজাদ ভুইয়া রিজু।



সমিতির প্রধান নির্বাচন কমিশনার মুজাহিদ আনসারী হবিগঞ্জ সদর সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন। কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি আজদু মিয়া তালুকদার, সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহমান, সৈয়দ আবদাল হোসাইন, শাহিন আহমেদ, মিয়া মো: আসকির, শিমুল হাসান, সাধারণ সম্পাদক সুকান্ত দাস হরে, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, ফয়সল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ আবুল কাসেম, ক্রীড়া সম্পাদক এনামুল হাসান রাসেল, আইন সম্পাদক অ্যাডভোকেট রহিম শেখ, দপ্তর ও প্রচার সম্পাদক শামছু জামান শুভ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: আব্দুল আজিজ, সমাজ কল্যান ও আপ্যায়ন সম্পাদক-সৈয়দ এম রশিদ বাবু, মহিলাবিষয়ক সম্পাদক হাসেনা সুলতানা চৌধুরী, কার্যকরী সদস্যরা হলেন সেলিম আজাদ, গুলজার হোসেন, জায়েদুল মুহিদ খান, সুবাস দেব রায়, আবু সায়িদ চৌধুরী কুঠি, মোস্তফা কামাল সংগ্রাম, বিষ্ণু পদ সরকার, মো: আব্দুল ওয়াহেদ, মো: আবুল কালাম, জয়নাল আবেদীন খান।



সকলকে ফুলের শুভেচ্ছা জানান সমিতির সাবেক সাধারণ সম্পাদক শিমুল হাসানের কন্যা সাদিয়া হাসান তাছমি, প্রধান অতিথি হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ মো: আবু জাহির নব নির্বাচিত কার্যকরী কমিটির সকলকে শপথ পাঠ করান। প্রধান অতিথি তার বক্তব্যে হবিগঞ্জ সদর সমিতি আগামীতে হবিগঞ্জবাসীর কল্যানে নিজেদেরকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং প্রবাসী সকলকে দেশে বিনিয়োগ করার আহবান জানান।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com