শিরোনাম
ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
প্রকাশ : ১৮ মার্চ ২০১৭, ২১:০০
ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশী দূতাবাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে।


শুক্রবারে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের হেড অব চ্যান্সারি শাকিল শাহরিয়ার।


অনুষ্ঠানে রাষ্ট্রদূত এম মুহিত বলেন, বঙ্গবন্ধুর ব্যক্তিত্বে সাহসিকতা ও আত্মবিশ্বাসের অসম্ভব সমন্বয় ছিল। একজন নেতা তার দেশের মানুষকে মর্যাদাপূর্ণ পরিচয়ের আলোকে কি অপরিসীম সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান আলিম, মাহবুবুল হক, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, মাহবুবুর রহমান, খোকন মজুমদার, জাহিদ চৌধুরী, মোহাম্মদ শহীদ, কণ্ঠশিল্পী সাইয়ীদ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।


পরবর্তীতে রাষ্ট্রদূত শিশুদের নিয়ে জাতির জনকের জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com