শিরোনাম
সাংবাদিক মোমিনুলের স্ত্রী ও বোনের মৃত্যু
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৬, ১২:১৪
সাংবাদিক মোমিনুলের স্ত্রী ও বোনের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি ও রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবুর স্ত্রী ফাতেমা খাতুন (৪০) ও বড় বোন জিন্নাতুন নেশা (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন)।


শুক্রবার রাত ২টা ১০ মিনিট দিকে ফাতেমা খাতুন রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় নিজ বাসায় মারা যান। তার লাশ দেখতে গিয়ে শনিবার সকালে অসুস্থ হয়ে মারা যান জিন্নাতুন নেশা।


সাংবাদিক বাবুর সহকর্মী তবিবুর রহমান মাসুম জানান, বেশ কিছু দিন ধরে বাবুর স্ত্রী কিডনীসহ শরীরের নানা অসুখে ভুগছিলেন। শুক্রবার রাত ২টা ১০ মিনিটে তিনি মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার বাদ জোহর নগরীর হড়গ্রাম চারখুটার মোড় গোরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।


এদিকে ফাতেমার লাশ দেখতে গিয়ে শনিবার সকালে অচেতন হয়ে পড়েন বাবুর বড় বোন জিন্নাতুন নেশা। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জিন্নাতুন দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তার বাড়ি নগরীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকায়। তার ছেলে মোস্তাক হোসেন দৈনিক সোনালী সংবাদের বিজ্ঞাপন সহকারী।


ফাতেমা ও নেশার মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এক শোক বার্তায় তিনি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


এদিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্য মোমিনুল ইসলাম বাবুর স্ত্রী ও বোনের মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে। এক বিবৃতিতে আরইউজের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


বিবার্তা/রিমন/জেমি/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com