শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বার্ষিক সভা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৭
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বার্ষিক সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় চেম্বার ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় বিদায়ী সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ অর্থনৈতিকভাবে শক্তিশালী জেলা। জেলায় আম থেকে প্রতিবছর হাজার কোটি টাকা আয় হয়। বিদেশে থাকা জেলার ৭০ হাজার প্রবাসী প্রতি মাসে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা পাঠায়। তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলওয়ে স্থলবন্দর রয়েছে। প্রতিনিয়তই জেলায় নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে। সরকারিভাবেও জেলায় একটি শিল্পাঞ্চল গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তাই এই জেলাকে একটি মডেল জেলা হিসাবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আব্দুল ওয়াহেদ বলেন, নির্দিষ্ট সময়ে চেম্বারের নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। নবনির্বাচিত পরিষদের নেতৃত্বে এই জেলার ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


সভায় নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সোলায়মান বিশু নবনির্বাচিত সভাপতিসহ সব পরিচালককে শপথ পাঠ করান।


এরপর বিদায়ী সভাপতি আব্দুল ওয়াহেদ আনুষ্ঠনিকভাবে নবনির্বাচিত সভাপতি এরফান আলীর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।


নবনির্বাচিত সভাপতি এরফান আলী পরিচালনা পরিষদকে সাথে নিয়ে সুখে দুঃখে ব্যবসায়ীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


সভায় ২০১৫-২০১৬ অর্থবছরের অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন ২০১৬ অনুমোদিত হয়।


বিবার্তা/জাকির/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com