শিরোনাম
রাবি শিক্ষক হত্যায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৬, ১৯:০৩
রাবি শিক্ষক হত্যায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল হয়েছে।


রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক আটজনের বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল করেন। তবে অভিযুক্ত আটজনের মধ্যে তিনজন বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।


বাকি অভিযুক্তরা হলেন- মাসকাওয়াত ওরফে আব্দুল্লাহ, রহমতুল্লাহ, আব্দুস সাত্তার, রিপন আলী, শরিফুল ইসলাম, খাইরুল ইসলাম বাধন, নজরুল ওরফে হাসান ও ওসমান।


পরিদর্শক রেজাউস সাদিক বলেন, ‘খাইরুল ইসলাম বাধন, নজরুল ওরফে হাসান ও ওসমান বিভিন্ন সময় বন্ধুকযুদ্ধে মারা গেছেন। এখন বাকি পাঁচজনের বিচার হবে। এর মধ্যে শরিফুল ইসলাম পলাতক। অন্যরা কারাগারে।


তিনি বলেন, ‘হত্যাকাণ্ড ঘটিয়েছে জেএমবি। এখানে কোনো সন্দেহ নেই। আর এরা সবাই জেএমবির সদস্য।’


উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে ১০০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন।


বিবার্তা/রিমন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com