শিরোনাম
‘লিপুকে হুমকি দেয়া হয়েছিল’
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ২০:৪৯
‘লিপুকে হুমকি দেয়া হয়েছিল’
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সম্প্রতি এক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (রাবি) নিহত শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু। পরে এই ঘটনায় সাজাও পেয়েছিলেন তিনি।


তবে ওই ঘটনার পর থেকে পরীক্ষা জালিয়াত চক্রের কে বা কারা তাকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছিল বলে জানান নিহত লিপুর সেজো চাচা মো. বশির।


বশির বলেন, লিপুর সব ঘটনা তো আর জানতাম না। তবে কিছু দিন আগে সে (লিপু) আমাকে বলেছিলো, যে নিয়োগ পরীক্ষার জালিয়াতি করতে গিয়ে সে ধরা পড়েছিলো, ওই চক্রের কে বা কারা তাকে নিয়মিত ফোন করতো। তাকে ফোনে বিভিন্ন ধরেনর হুমকি-ধমকি দিতো। এই বিষয়টা নিয়ে লিপু খুব টেনশন করতো। সে আমাকে এরকম একটা ঘটনা বলেছিলো।


তবে এর বেশি কিছু আর বলতে পারেননি লিপুর চাচা।


এ ঘটনায় জেরে মোতালেব হোসেন লিপু ‘হত্যা’র শিকার হতে পারেন বলেও ধারণা করছেন লিপুর চাচা ও বন্ধু বান্ধবরা। লিপুর প্রায় তিন বছরের ক্যাম্পাস জীবনে আর কারো সাথে কখনো দ্বন্দ্ব ছিলো বলে জানে না কেউই। এমনকি গ্রামবাসীর চোখে লিপু হলো নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ‘সোনার টুকরো’ ছেলে।


বৃহস্পতিবার রাত ১২টার দিকে গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিনাকণ্ডু উপজেলার মকিমপুর গ্রামে লিপুর দাফন সম্পন্ন হয়। গ্রামের বন্ধু ও বাড়ির আশেপাশের আত্মীয়স্বজন লিপুর কারো সাথে দ্বন্দ্ব ছিলো বলে ধারণা করতে পারছেন না।


গ্রামবাসীরা জানান, লিপুর বাবা তাকে অনেক কষ্ট করে লেখাপড়া করতে পাঠিয়েছিলেন। এমনকি লিপু নিজেও সেটা বুঝতো। লিপু গ্রামে কারো সাথে কখনো বাগবিতণ্ডায় জড়ায়নি।


উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নবাব আব্দুল লতিফ হল থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ কর্মকর্তা প্রমুখ।


বিবার্তা/নাঈম'/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com