শিরোনাম
পরীক্ষা বন্ধের হুমকি রাবি ছাত্রলীগ নেতার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ২১:০৬
পরীক্ষা বন্ধের হুমকি রাবি ছাত্রলীগ নেতার
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরীক্ষায় অংশ নিতে না দিলে বিভাগের পরীক্ষা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের এক নেতা। সোমবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে এ ঘটনা ঘটে।


ওই ছাত্রলীগ নেতার নাম শরিফুল ইসলাম সাদ্দাম। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শেরে-ই-বাংলা ফজলুল হক হলের আবাসিক ছাত্র।


বিভাগসূত্রে জানা যায়, সাদ্দাম ২০১০-১১ সেশনে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়ে প্রথম বর্ষ শেষ করেন। এরপর তিনি দুই বর্ষ ড্রপ দেন। পরের বছর দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে পাস করেন। কিন্তু পরে আর তৃতীয় বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাদ্দাম। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ছয় বছরে স্নাতক শেষ করার বিধান রয়েছে। এর মধ্যে পাঁচ বছর শেষ হয়ে গেলেও সাদ্দাম এখনো তৃতীয় বর্ষেই আছেন। সেই কারণে তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে সাদ্দাম রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসালম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবসহ বেশ কিছু নেতাকর্মী নিয়ে বিভাগে যায়। তারা বিভাগের সভাপতি ড. পার্থ বিপ্লব রায়ের কাছে পরীক্ষায় অংশ নিতে দেয়ার অনুরোধ করে। কিন্তু সভাপতি বিষয়টি নাকচ করে দিলে বিভাগের পরীক্ষা বন্ধ করে দেয়ার হুমকি দেয় সাদ্দাম।


পরীক্ষা বন্ধ করার হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করে শরিফুল ইসলাম সাদ্দাম বিবার্তাকে বলেন, ‘তৃতীয় বর্ষের পরীক্ষা দেয়ার সময় বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল ইসলাম স্যার আমার দুইটি কোর্সের খাতা কেড়ে নেয়। ফলে ওই দুটি কোর্সে আমি ফেল করি। ওই কোর্স দুটি পুনর্মূল্যায়ন করে আমাকে চতুর্থ বর্ষের পরীক্ষা দিতে বিভাগকে অনুরোধ করেছি। কিন্তু তা বিবেচনা করা হয়নি।’


এ বিষয়ে বিভাগের সভাপতি ড. পার্থ বিপ্লব রায় বিবার্তাকে বলেন, ‘বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা চলছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। আজ সাদ্দাম কিছু নেতাকর্মী নিয়ে বিভাগে এসে চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ নেয়ার অনুরোধ করে। কিন্তু ছাত্রত্ব না থাকায় নিয়মভঙ্গ করে তাকে পরীক্ষা দিতে দেয়ার কোনো এখতিয়ার আমাদের নেই। বিষয়টি জানালে সাদ্দাম বিভাগের পরীক্ষা বন্ধ করে দেয়ার হুমকি দেয়।’


চতুর্থ বর্ষের পরীক্ষা সঠিক সময়ে হবে কি না জানতে চাইলে বিভাগের সভাপতি বলেন, ‘আমরা সিডিউল অনুযায়ী পরীক্ষা নেব।


রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বিবার্তাকে বলেন, ‘ক্যাম্পাসে শিবিরবিরোধী কর্মকাণ্ডে ছাত্রলীগ নেতা সাদ্দামের অনেক ত্যাগ আছে। তাই তার পরীক্ষায় অংশ নেয়ার বিষয়ে আমরা বিভাগে সুপারিশ করতে গিয়েছিলাম। কিন্তু বিভাগের সভাপতি তাকে পরীক্ষা দিতে দিবেন না বলে জানিয়েছেন।’


বিবার্তা/নাঈম/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com