
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় মো. ওবায়দুর রহমান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেকে নিয়ে আসা পথচারী জীবন জানান, ডেমরার মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে অছিম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫৬০৩৬) ওবায়দুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওবায়দুর রহমানের ভাই মো. কেফায়েত উল্লাহ ঢামেকে এসে মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সি বাড়ি। তাদের বাবার নাম আব্দুর রব মুন্সী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]