
চেক জালিয়াতির মামলায় নাজমুল আহম্মেদ ওরফে সোহাগ (৪৩) নামে এক পারোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার (৩১ মে) দুপুরে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানিয়েছেন। এর আগে রাজধানীর বাংলাবাজার এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, সোহাগের বিরুদ্ধে ২০১৭ সালে চেক জালিয়াতির একটি মামলা রয়েছে। সে মামলায় ২০২৩ সালে তাকে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। সোহাগ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন ছিল। সর্বশেষ ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করেছিল। এন্টি টেরোরিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সোহাগকে গ্রেফতার করে।
গ্রেফতার সোহাগকে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]