আন্দোলনে অসুস্থ সাত কলেজের ৮ শিক্ষার্থী
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১৫:৪৫
আন্দোলনে অসুস্থ সাত কলেজের ৮ শিক্ষার্থী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর নীলক্ষেত মোড়ে এক দফা দাবিতে চলমান অবরোধ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদেরকে পাঠানো হয়েছে। রবিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গরম ও রোদে শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছেন। এরমধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আন্দোলনে অংশ নিতে আসে শিক্ষার্থীরা জানান, এক দফা এক দাবিতে আন্দোলনের জন্য নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন তারা। দাবিটি হলো-


* সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।


এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলনে নেমেছেন। রবিবার দুপুরের দিকে অবরোধের পর কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা।


কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম মোস্তফা বলেন, অব্যবস্থার জন্য সাত কলেজের শিক্ষকরা দায়ী। চূড়ান্ত পরীক্ষা দিয়ে নয় মাস পেরিয়ে গেলেও আমরা ফল পাই না। আবার যখন রেজাল্ট দেয় তখন দেখতে পাই আমাদের অধিকাংশ ই ফেল করেছে অথবা নট প্রমোটেড হয়েছে। এমন অবস্থা আর চলতে পারে না। আমাদের শর্ত শিথিল করে প্রমোশনের ব্যবস্থা করতে হবে।


বিবার্তা/রাসেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com