শিরোনাম
ঝালকাঠিতে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:২৭
ঝালকাঠিতে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠিতে ধর্মঘট পালন করেছেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা। বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া বাকী স্বর্ণালঙ্কার উদ্ধারের দাবিতে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার এ মানববন্ধন করেন।জেলা জুয়েলারি মালিক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।


ধর্মঘট শুরুর আগে রবিবার সকাল ১০টায় ব্যবসায়ীরা কালো ব্যাজ পরে ডাক্তারপট্টি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে তারা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া বাকী ৭৪ ভরি সোনার গহনা উদ্ধারের দাবি জানান।


মানববন্ধনে ঝালকাঠি জুয়েলার্স সমিতির সভাপতি দেবব্রত কর্মকার, সাধারণ সম্পাদক দিপক কর্মকার, ক্ষতিগ্রস্ত মুসলিম গিনি হাউজের মালিক মো. শাহজাহান হাওলাদার ও তার ছেলে হাসান ইমাম প্রমুখ বক্তব্য দেন।


উল্লেখ্য, গত ২১ নভেম্বর রাতে শহরের ডাক্তারপট্টি সড়কের মুসলিম গিনি হাউজে ঢুকে ৮-১০ জন সশস্ত্র ডাকাত দল বোমা ফাটিয়ে ১১৪ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাবখান সেতুর টোলঘর এলাকা থেকে ৬ জনকে আটক করে ৪০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com