শিরোনাম
সেনবাগে বিক্ষোভ মিছিলে হামলায় আহত ৬
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৫:১৬
সেনবাগে বিক্ষোভ মিছিলে হামলায় আহত ৬
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় মিছিলে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রসহ অন্তত ৬ জন আহত হয়েছে।


বুধবার দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নের ছাতারপাইয়া বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, বুধবার এলাকাবাসী ও স্থানীয় স্কুলছাত্ররা ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এসময় প্রতিপক্ষের লোকজন মিছিলে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলছাত্রসহ অন্তত ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন, ভোগ দখল এবং হিসাব বিবরণীতে সম্পদের হিসাব গোপন করে ভুয়া তথ্য প্রদানের অভিযোগে সোমবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানকে আটক করে পুলিশ।


এর আগে, দুর্নীতি দমন কমিশন নোয়াখালী সমন্বয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে সুধারাম থানায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০১৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।


বিবার্তা/সুমন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com