শিরোনাম
যশোরে লাঠিচার্জে অবরোধ পণ্ড: আহত ২০
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:২৫
যশোরে লাঠিচার্জে অবরোধ পণ্ড: আহত ২০
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের নওয়াপাড় পশু হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচিতে এ ঘটনা ঘটে।


আহতদের মধ্যে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা বৈকুণ্ঠ বিহারী রায়, শচীন মণ্ডল, বিষ্ণু বিশ্বাস, রাজু আহমেদ, ইন্তাজ আলী ইনু, শরিফ উদ্দিন, বাহারুল ইসলা, কিশোর অধিকারীর নাম জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আন্দোলনকারীরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়ার পশু হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তৃতা চলছিল। এসময় পুলিশ এসে অবস্থানকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে ২০জন আহত হয়েছে। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় অবস্থান কর্মসূচি।


ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী জানান, পুলিশের লাঠিচার্জে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজপথ অবরোধ কর্মসূচি ভেস্তে গেছে। লাঠিচার্জের ঘটনায় অনেকে আহত হয়েছেন।


অভয়নগর থানার ওসি আনিসুর রহমান লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে বলেন, আন্দোলনকারীরা জড়ো হলে তাদের সরিয়ে দেয়া হয়েছে।


উল্লেখ্য, গত দুই মাস ধরে যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুর ও যশোর সদর উপজেলার দুই শতাধিক গ্রামের দশ লাখ লোক পানিবন্দি রয়েছে। মাছের ঘের, ফসলের মাঠ ও রাস্তাঘাট ডুবে লোকজন মানবেতর জীবনযাপন করছে। ওই সব অঞ্চলের পানি দ্রুত অপসারণের জন্য ভবদহের হরি নদীতে আরো তিনটি স্কেভেটর আনা, আমডাঙ্গা খাল প্রশস্ত করে খনন, জলাবদ্ধ এলাকায় খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা, বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ, টেকা নদীসহ সব খালের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা অপসারণের দাবিতে জলাবদ্ধ মানুষ আন্দোলন করছেন।


বিবার্তা/তুহিন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com