শিরোনাম
শেরপুরে ৬৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৬
শেরপুরে ৬৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ ৬৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন। বৃহষ্পতিবার বিকাল পর্যন্ত এ মনোনয়নপত্র দাখিল করা হয়।


চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন, চেম্বার সভাপতি মো. মাছুদ এবং আওয়ামী লীগের বিদ্রোহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান।


এছাড়া সাধারণ ওয়ার্ডের ১৫টি সদস্য আসনে ৪৮ জন এবং ৫টি সংরক্ষিত মহিলা আসনে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ও সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।


ঘোষিত তফসিল অনুযায়ী ৩ ও ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১২ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


নির্বাচনে শেরপুর জেলার ৫ উপজেলার ৫২ ইউনিয়ন ও চার পৌরসভার ৭৪২ জন জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


সহকারি রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/সানী/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com