শিরোনাম
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৬, ১৩:২৬
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদ।


জেলায় টমটমসহ অন্যান্য অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে শনিবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী জানান, টমটমসহ অন্যান্য সব অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জ জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, ম্যাক্সি, ইমা, টেম্পো, জিপ, হবিগঞ্জ-ঢাকা বাসসহ সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোন সড়কে যানবাহন চলাচল করবে না।


হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব শঙ্খ শুভ্র রায় বলেন, মহাসড়কসহ সব সড়কে অবৈধ টমটম চলাচলের ব্যাপারে ইতোমধ্যে আমরা জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি। আল্টিমেটামও দিয়েছি কিন্তু কাজ হয়নি তাই বাধ্য হয়ে ধর্মঘট আহ্বান করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com