শিরোনাম
বরিশালে কারেন্ট জালসহ আটক ২৭
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৬, ০০:২১
বরিশালে কারেন্ট জালসহ আটক ২৭
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশাল জেলার কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ ২৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। সোমবার বিকেল থেকে রাত ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- হজরত আলী, মো. মামুন, সালাউদ্দিন, রহমত আলী, বারেক মোল্লা, লিটন গাজী, কানাই দাস, আল আমিন, কালাই হাওলাদার, মো. আলী, রফিক মোল্লা, মোসলেম মৃধা, মনির হোসেন, জাহাঙ্গীর দেওয়ান, আহম্মদ আলী, রিপন মাঝি, হাসেম জমাদ্দার, রুহুল আমিন জমাদ্দার, মাঈনউদ্দিন, সাগর সরদার, মনির সরদার, সাইফুল জমাদ্দার, জাহাঙ্গীর ঢালী, বেল্লাল সরদার, আলতাফ বেপারী, নজরুল ইসলাম ও শেখ সাদী। তাদের বাড়ি বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট থ‍ানার বিভিন্ন এলাকায়।


বরিশাল মৎস্য অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, বিকেলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার কয়েকটি নদীতে নৌ পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ২৭ জেলেক আটক করা হয়।


নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব জানান, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে বিচারের জন্য পাঠানো হবে।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com