শিরোনাম
শেরপুরে নবান্ন উৎসব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ২৩:৩০
শেরপুরে নবান্ন উৎসব
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে নবান্ন উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সেঁজুতি বিদ্যা নিকেতনের আয়োজনে পালিত হয় অগ্রহায়নের প্রথম দিনটি।


সকাল ১০টা ১ মিনিটে নবান্ন উৎসবের প্রথম পর্ব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন শিক্ষক নাজিম উদ্দিন আহম্মেদ। পরে সেঁজুতি বিদ্যা নিকেতন প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।


সাড়ে ১১টা বিদ্যালয় প্রাঙ্গণে সেঁজুতি বিদ্যা নিকেতনের অধ্যক্ষ মুনীরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা আবদুল রহমান প্রমুখ।


সাড়ে ১২টা সেঁজুতি বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়েজন করা হয়।
বিকেলে নবান্ন উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয়। দ্বিতীয় পর্বের শুরুতে ‘শব্দরোদ সাহিত্য পত্রের’ মোড়ক উন্মোচন করা হয়। পরে নবান্নলোচনা ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী নবান্ন উৎসবের সমাপ্ত হয়।


বিবার্তা/সানী/জেমি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com