শিরোনাম
বাঁশের সাকোই শিক্ষার্থীদের চলাচলের একমাত্র ভরসা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৬, ১৮:২৮
বাঁশের সাকোই শিক্ষার্থীদের চলাচলের একমাত্র ভরসা
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় বাঁশের সাকোই এখন তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর চলাচলের একমাত্র ভরসা। বাঁশের সাকোর উপর দিয়ে পাড় হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয়রা।


উপজেলার ধানখালী ইউনিয়নের ছৈলাবুনিয়া, ধানখালী, লোন্দা, গিলাতলা ও মধ্য লোন্দাসহ পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষসহ দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এই সাকো দিয়ে পাড় হয়।


গিলাতলা স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্র শাহাদাৎ জানায়, প্রতিদিন ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হয়। অপর এক শিক্ষার্থী লোন্দা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার জানান, সাকোটি তাদের ক্লাসের আসা যাবার একমাত্র ভরসা। এ সাকোটির উপর দিয়ে প্রতিদিন মাদ্রাসায় যেতে হয়।


এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার সাংবাদিকদের জানান, ওই এলাকার দুরবস্থার কথা আমি শুনেছি। শিগগিরই ওইখানে আয়রন ব্রিজের ব্যবস্থা করে দেয়ার কথা বলেন তিনি।


বিবার্তা/উত্তম/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com