শিরোনাম
দিনাজপুরের পৌর মার্কেট এখন ভুতুড়েপুরী!
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৬, ১৪:১৮
দিনাজপুরের পৌর মার্কেট এখন ভুতুড়েপুরী!
শাহ্ আলম শাহী, দিনাজপুর
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের নিউ মার্কেটটি এখন ভুতুড়েপুরীতে পরিণত হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত শহরের কালিতলাস্থ পৌর নিউ মার্কেটটির এ বেহালদশা। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও পৌর কর্তৃপক্ষের নেই মাথা ব্যাথা। একইভাবে গণেশতলায় দ্বিতল পৌর মার্কেট ও রামনগর পৌর মার্কেটও ধ্বংসের দারপ্রান্তে পৌছেঁছে। যে কোন সময় মার্কেট দু’টি ধসে পড়ে প্রাণহানি ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।


স্বাধীনতার পর ডাক্তার হাফিজ এবং মো. মহসীন আলী পৌর চেয়ারম্যান থাকা কালীন দিনাজপুর শহরের ১০টি স্থানে পৌর মার্কেট নির্মাণ করা হয়। শহরের ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে লোকভবনে ১৯টি, গণেশতলায় ২৩টি, গণেশতলা পেট্রল পাম্প সংলগ্ন ৩টি, চকবাজারে ১১টি, রেলবাজারে ৭টি, বাসটার্মিনালে (উত্তর) ১২টি, মির্জাপুর বাস টার্মিনালে ২৫টি, টার্মিনাল ক্যান্টিনে ৫টি, রামনগর বাজারে ৩৭টি এবং কালিতলায় (নিউ মার্কেট) ৪৩টিসহ সর্বমোট ১৮৫টি দোকান ঘর নির্মাণ করা হয়।


দোকান ঘর নির্মাণের পর তা ভাড়ার চুক্তিতে ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়। এ দোকান ঘরগুলো থেকে প্রচুর পরিমাণে পৌরসভা প্রতি মাসে রাজস্ব আয় করতো। দীর্ঘদিন ধরে দোকান ঘরগুলো মেরামত ও সংস্কার করা হয়নি। ফলে দোকানঘরগুলোর বেহাল দশা তৈরি হয়।


ইতিমধ্যে নিউ মার্কেটটির ৪৩টি দোকান ঘর পরিত্যক্ত হয়। ২/১টি দোকান ঘরে রয়েছে অস্থায়ী শ্রমিক সংগঠনের কার্যালয়। অন্যদিকে আম-লিচুর মৌসুমে গুটি কয়েক দোকানঘর আড়ত হিসেবে বছরে ২০দিন ব্যবহৃত হয়। নিউ মার্কেটটির ছাদ চুয়ে পানি পরে, দেয়ালের যেখানে সেখানে দেখা দিয়েছে ছোট বড় ফাটল, প্লাস্টার খুলে লোহার শিক বেরিয়ে গেছে, ভেঙ্গে পড়েছে বারান্দার কার্নিজ। ছাদের উপরে জন্ম নিয়েছে ঝাড় জঙ্গলের স্তূপ।



লোকজন না থাকায় দিনাজপুরের পৌর নিউ মার্কেটটিতে এখন ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। গোচারণ ভূমি আর মাদক সেবন ও জুয়ারীদের আড্ডাখানায় পরিণত হয়েছে মার্কেটটি। আবার রামনগর পৌর মার্কেটের ৩৭টি দোকান ঘর এবং গণেশতলা পৌর মার্কেটের ২৩টি ঘরে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলছে বেচাকেনা। অনেক দোকানদার ব্যবসা বাণিজ্যের স্বার্থে নিজেরাই দোকান ঘরগুলো মেরামত করছেন।


দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, পৌরসভার ফান্ডে পর্যাপ্ত টাকা পয়সা না থাকায় কালিতলাস্থ নিউ মার্কেটসহ শহরের পৌর মার্কেটগুলো ভেঙ্গে নতুন ভাবে করা যাচ্ছে না। পৌর মার্কেটগুলোর বেহাল অবস্থা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে সরকারিভাবে কোন বরাদ্দ পাওয়া গেলে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ পৌর মার্কেটগুলো পূর্ণ নির্মাণের ব্যাবস্থা নেয়া হবে।


সামান্য ঝড় বা ভূমিকম্পে দোকানদার ও খরিদ্দাররা আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় বেড়িয়ে আসে। জরাজীর্ণ দোকান ঘরগুলি যেকোন সময় ভেঙ্গে পরে আহত বা নিহতর মতো দুঃখজনক ঘটনা ঘটতে পারে।


বিবার্তা/শাহী/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com