শিরোনাম
সাভারে পল্লীবিদ্যুত কর্মী পরিচয়ে টাকা লুট
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪০
সাভারে পল্লীবিদ্যুত কর্মী পরিচয়ে টাকা লুট
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সাভারে রেনু বেগম (৪০) নামের এক গৃহবধূর কাছ থেকে পল্লীবিদ্যুতের কর্মচারী পরিচয়ে বকেয়া বিলের কথা বলে ১৪ হাজার ৮০০ টাকা নিয়ে গেছে এক প্রতারক। পরে পল্লীবিদ্যুতের কর্মকর্তারা ওই গৃহবধূর কাছে বিল নিতে গেলে বিপাকে পড়ে গৃহবধূ। বুধবার সকালে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় এঘটনা ঘটে।


প্রতারণার শিকার রেনু বেগম জানান, তাদের বাড়ির জুলাই ও আগস্ট মাসের বিদ্যুৎ বিল বাকি ছিল। পরে আজ সকালে সাভার পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর কর্মচারী পরিচয় দিয়ে রাহাত (২০) নামের এক যুবক বিলের টাকা নিতে আসে। এখন নেই বললে ওই যুবক বিদ্যুতের লাইন কেটে দেয়ার হুমকি দেয়। পরে রেনু বেগম পাশের বাড়ি থেকে ১৪ হাজার ৮০০ টাকা ধার নিয়ে ওই যুবককে দিলে তিনি বিলের কাগজে একটি মোবাইল নম্বর লিখে (০১৭৪৮০৫৬০১৫) সই করে তড়িঘড়ি করে চলে যান।


এর কিছুক্ষণ পরে পল্লীবিদ্যুতের কর্মচারী শাহাজান বকেয়া বিলের টাকা নিতে গেলে গৃহবধূ বিপাকে পড়েন। পরে ওই গৃহবধূ সাভার পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী জেনারেল ম্যানেজার অর্থ ও রাজস্ব ফায়সাল হোসেনকে বিষয়টি জানালে তাকে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া পরামর্শ দেন।


এদিকে পল্লীবিদ্যুতের গ্রাহকরা অভিযোগ করে বলেন, পল্লীবিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় প্রতারকরা গ্রাহকদের কাছে প্রতারণা করে টাকা তুলে নিয়ে গেলেও পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তারা কোন ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে।


এবিষয়ে সাভার পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী জেনারেল ম্যানেজার অর্থ ও রাজস্ব ফায়সাল হোসেন বলেন, গ্রাহকদের স্বার্থে প্রতারণা ঠেকাতে আমরা আজ গেন্ডা এলাকায় মাইকিং করবো।


বিবার্তা/শরিফুল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com