শিরোনাম
ত্রিশালে স্থগিত ৩ কেন্দ্রের ভোট কাল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৬, ২০:০৭
ত্রিশালে স্থগিত ৩ কেন্দ্রের ভোট কাল
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ত্রিশালে বালিপাড়া ও কানিহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ সোমবার।


আর এই ভোটগ্রহণকে সামনে রেখে স্থানীয় উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।


গত ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, দু’পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, কেন্দ্রে গোলাগুলি, বোমা বিস্ফোরণের ঘটনায় তিনটি কেন্দ্রের (৫নং বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলি রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং কানিহারি ইউনিয়নের থাপনহলা কেন্দ্র) ভোটগ্রহণ স্থগিত করা হয়।


বালিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ বাদল ও বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থগিত দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৮৬৮।


এদিকে, কানিহারী ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত আশরাফ আলী উজ্জল, বিএনপির মনোনীত মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন সাইদুর রহমান রতন।


এ ইউনিয়নের স্থগিত থাপনহলা কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৭৪০ জন।


স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন জানান, সুষ্ঠ‍ু নির্বাচনের জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।


ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, নির্বাচনে প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, ৮ জন পুলিশ, ১৭জন আনসার এবং র‌্যাব ও বিজিবির মোবাইল টহল টিম মাঠে থাকবে।



বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com