শিরোনাম
পার্বতীপুরে শিশু ধর্ষণ মামলা
অভিযুক্ত সাইফুল রিমান্ডে মুখ খোলেনি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৬, ১৩:১৭
অভিযুক্ত সাইফুল রিমান্ডে মুখ খোলেনি
পার্বতীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের পার্বতীপুরে বহুল আলোচিত পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার সাইফুল ইসলাম (৩৮) এখন সাত দিনের রিমান্ডে। ইতিমধ্যে দুদিন পার হয়েছে। তবে ধর্ষণের ব্যাপারে সে এখনও মুখ খোলেনি।


ধর্ষণের আগে নিখোঁজ হওয়া ওই শিশু উদ্ধারে শিশুটির পরিবারকে বার বার সহযোগিতার আশ্বাস দিয়েছিল সাইফুল। সে ধর্ষিতার পরিবারকে এটা বোঝানোর চেষ্টা করেছে, শিশুটিকে হয়তো জিনে নিয়ে গেছে। এই লক্ষ্যে সে ধর্ষিতার বাবাকে জোরাজুরি করে কবিরাজের কাছে নিয়ে যায়। এ ধরনের কর্মকাণ্ডে তার প্রতি পুলিশ ও ধর্ষিতার স্বজনদের সন্দেহ জাগে।


এরই সূত্র ধরে ঘটনার তিন পর গত মঙ্গলবার রাত ১১টায় ধর্ষিতার বাবা সুবল চন্দ্র দাস বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার করেন। মামলায় প্রতিবেশী সাইফুল ইসলাম ও তার সহযোগী আফজাল হোসেন কবিরাজকে আসামি করা হয়।


পুলিশ ও নির্যাতিতার স্বজনদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।


গত মঙ্গলবার পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট তকেয়াপাড়া গ্রামের মৎস্যজীবী সুবল চন্দ্র দাসের পাঁচ বছর বয়সী শিশু ওইদিন বেলা ১১-১২টার দিকে নিখোঁজ হয়। বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় গ্রামের মসজিদ থেকে ও আশপাশের গ্রামে মাইকিং করা হয়।


নিখোঁজ শিশুর দাদা অনিল চন্দ্র দাস জানান, মাইকিং চলাকালে প্রতিবেশী সাইফুল ইসলাম মাইকিং না করে তাদেরকে আফজাল হোসেন কবিরাজের কাছে যাওয়ার জন্য শিশুর বাবা ও অন্যদেরকে জোরাজুরি করে। সাইফুল তাদেরকে জানায় কবিরাজ মেয়েকে উদ্ধার করে দিতে পারবে। আপনারা মাইকিং ও খোঁজাখুঁজি না করে অপেক্ষা


করেন। তাকে হয়তো জিনে ধরেছে। নিশ্চয়ই কালকের মধ্যে তাকে খুঁজে পাওয়া যাবে।


ওইদিন সন্ধ্যায় সাইফুল ইসলাম শিশুর বাবাকে তকেয়াপাড়ার (বাদিয়াপাড়া) আফজাল হোসেন কবিরাজের বাড়িতে নিয়ে যায় ও রাত ১০টার দিকে ফিরে আসে।


পরদিন বুধবার ভোর পাঁচটায় তকেয়াপাড়ার ইসাহাক আলীর বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে ক্ষতবিক্ষত ও অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। সকাল নয়টার দিকে তাকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর গত (২২ অক্টোবর) শনিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন।


এদিকে, গত (২৪ অক্টোবর) সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিনাজপুর শহরের মুন্সীর হোটেলের সামনে থেকে মোবাইল ফোন ‘ট্র্যাকিং’য়ের মাধ্যমে মূল অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।


মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক স্বপন কুমার রায় বলেন, গত ২৭ অক্টোবর সাইফুলের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে দিনাজপুর আমলি আদালত-৫’র বিচারক কমল কৃষ্ণ রায় তা মঞ্জুর করেন।


পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, সাইফুল ইসলামের সাত দিনের রিমান্ডে নেয়া হলেও জনরোষ ও নিরাপত্তা বিবেচনা করে তাকে পার্বতীপুরে না এনে দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গ্রেফতারের পর প্রাথমিক জবানবন্দি ও রিমান্ডের দু’দিন জিজ্ঞাসাবাদের পরও সে ধর্ষণ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেনি।


এদিকে, শনিবার (২৯ অক্টোবর) সকাল নয়টায় উপজেলার রামপুর ইউনিয়নের জমিরেরহাট তকেয়াপাড়া গ্রামে সরেজমিন গেলে এ ঘটনার বিষয়ে কথা হয় গ্রেফতার সাইফুল ইসলামের বড় ভাই সাইদুল ইসলাম (৪০), শ্বশুর সহির উদ্দীন (৬০), নির্যাতিতা শিশুর মাসি বুলবুলি রানী (২৬), দাদু অনিল চন্দ্র দাস (৭০) ও উপস্থিত একাধিক নারী-পুরুষের সঙ্গে।


তারা জানায়, ওই গ্রামের জহির উদ্দীনের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে তার চাচাতো বোন নার্গিসের বিয়ে হয়। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে রেশমার বিয়ে হলেও অপর দুই মেয়ে এতিমখানায় থাকে। একমাত্র ছেলে, সেও আত্মীয় বাড়িতে।


তারা আরো জানান, ১০-১১ মাস হলো স্ত্রী নার্গিসের সাথে সাইফুলের ছাড়াছাড়ি (তালাক) হয়েছে। বর্তমানে তার স্ত্রী নার্গিস বেগম (৩০) মেয়ে রেশমা ও মেয়ের জামাই ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করেন। সাইফুল তার বাড়িতে একাই থাকতেন। পূর্বে তার চারিত্রিক দুর্বলতার কোনো ঘটনার উল্লেখ করতে না পারলেও গ্রামের অধিকাংশ মানুষ সাইফুল মাঝে মাঝে মাতলামি করতো বলে জানান।


নির্যাতিতা শিশুর দাদু অনিল চন্দ্র দাস ও মাসি বুলবুলি রানী দাস (২৬) সাইফুল এ ঘটনায় জড়িত দাবি করে তার সর্বোচ্চ শাস্তি চান।


বিবার্তা/বাবুল/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com