শিরোনাম
প্রশাসনের সংবাদ বয়কটের ঘোষণা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৪:১৪
প্রশাসনের সংবাদ বয়কটের ঘোষণা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় প্রশাসনের সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছে স্থানীয় সাংবাদিকরা। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা থেকে সাংবাদিকরা এ ঘোষণা দেন।


জানা যায়, বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান শেষে মিলনায়তন থেকে বের হওয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের কয়েকজন কর্মী দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারকে লাঞ্ছিত করে। ওই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র প্রতিবাদ করলে উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাৎক্ষণিক উপস্থিত বিষয়টির মীমাংসা করে দেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় সাংবাদিকরা সন্ধ্যায় এক প্রতিবাদ সভায় মিলিত হয়ে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে না এমন নিশ্চয়তা ও পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ও ক্ষমতাসীন দলের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বয়কটের ঘোষণা দেন।


মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সাইফ উদ্দিন রনী (প্রতিনিধি, দৈনিক দিনের শেষে), সৈয়দ খলিলুর রহমান বাবুল (প্রতিনিধি, দৈনিক আমাদের সময়), মো. আক্তার হোসেন (প্রতিনিধি, দৈনিক যুগান্তর), মো. ফখরুল ইসলাম সাগর (প্রতিনিধি, দৈনিক ডাক প্রতিদিন), একেএম মিজানুর রহমান কাউছার (প্রতিনিধি, দৈনিক গণজাগরণ), মো. এনামুল হক (প্রতিনিধি দৈনিক সমকাল), আবদুল্লাহ আল মামুন (প্রতিনিধি, দৈনিক সংবাদ), মো. রফিকুল ইসলাম (রাজু) (প্রতিনিধি, দৈনিক মানবজমিন), এটিএম সাইফুল ইসলাম মাসুম (প্রতিনিধি, দৈনিক আমাদের অর্থনীতি), এস, এম তোফায়েল আহম্মেদ জালাল (প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ), এসএম মাসুদ রানা (প্রতিনিধি, দৈনিক আজকালের খবর), মো. মামুনুর রশীদ (প্রতিনিধি, দৈনিক মানবকন্ঠ), কাজী জামাল উদ্দিন দুলাল (প্রতিনিধি, দৈনিক যায়যায় দিন), মো. ওমর ফারুক সরকার (প্রতিনিধি, দৈনিক আমাদের কুমিল্লা), মমিনুর রহমান বুলবুল (প্রতিনিধি, দৈনিক খবর বাংলাদেশ), এ, আর, আহমেদ হোসাইন (প্রতিনিধি, দৈনিক তৃতীয় মাত্রা), আবুল বাশার (প্রতিনিধি, প্রভাতীর আলো) প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শান্ত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com