শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ২১:১৫
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা করেছে পুলিশ। সোমবার রাতে গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল করিম বাদী হয়ে ছয়জনের নামে মামলাটি করেন।


এ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক হামিদুর রশীদ।


তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হামিদুর রশিদ মঙ্গলবার জানান, পুলিশ সুপার মোজাহিদুল ইসলামের নেতৃত্বে সোমবার শহরের শংকরবাটী বটতলাহাট তেনু মণ্ডলপাড়ার তালাবদ্ধ একটি ঘরের বাথরুম থেমে বস্তায় রাখা ২২টি বিদেশী পিস্তল, ৪৫টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।


তিনি বলেন, অস্ত্রগুলো সীমান্ত এলাকা থেকে এনে মজুদ করা হয়েছিল। এগুলো নাশকতায় ব্যবহারের জন্য ঢাকায় পাঠানো হতো বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে এখনও কিছু বিষয় গোপন রাখা হয়েছে।


অচিরেই ঘটনার মূল হোতাদের গ্রেফতার করা যাবে বলে তিনি আশা করেন।


বিবার্তা/জাকির/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com