শিরোনাম
পাটগ্রামে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৩:৩৪
পাটগ্রামে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় তিনজন পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে পাটগ্রাম পৌরসভার মির্জার কোর্টে এ সড়ক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন মির্জার কোর্টের আমানত উল্লাহ ছেলে মসজিদের ঈমাম দেলোয়ার হোসেন (২৫), নবিরুল ইসলামের ছেলে আব্দুল সাত্তার (২৩) ও একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে লাবিব (৮)। সে মির্জার কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।


প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রা ট-১৮-০১৩৫) মির্জার কোর্ট এলাকায় আসলে তাদের চাপা দিলে ঘটনাস্থলে ইমাম দেলোয়ার হোসেন ও লাবিব মারা যান। এ সময় আব্দুল সাত্তার গুরুতর আহত হন। কিন্তু তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


জানা গেছে, প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ে রাস্তায় হাঁটতে বের হলে ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘাতক ট্রাকটিও খাদে পড়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পাটগ্রাম থানা পুলিশ আসলে সড়ক অবরোধ তুলে নেয়। ঘটনার পর পরই ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।


পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/জান্নাতুল/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com