শিরোনাম
গঙ্গাব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি রাজশাহীতে
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৬:৩৬
গঙ্গাব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি রাজশাহীতে
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

প্রস্তাবিত গঙ্গাব্যারেজ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার নগরীতে আয়োজিত র‌্যালি ও সমাবেশথেকে এ দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।


সমাবেশ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তিতে বাংলাদেশের প্রাপ্যতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের দাবি জানানো হয়।


বক্তারা বলেন, প্রস্তাবিত গঙ্গাব্যারেজ প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ভারতীয় প্রতিনিধিদল প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনের জন্য আসার প্রস্তুতি নিয়েছে।


সমাবেশে গঙ্গাব্যারেজের উপকারিতার বিষয়ও তুলে ধরা হয়। তারা বলেন, পানি সম্পদমন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঙ্গাব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২২ সালের জুন পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।


বক্তারা আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষের জীবীকার প্রসার ও জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে সামাজিক উন্নয়ন হবে। বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা এবং রাজশাহীর মানুষের জীবনযাত্রার চিত্র পাল্টে যাবে।


এ প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের চাষযোগ্য ১৯ লক্ষ হেক্টর কৃষিজমির জন্য সেচের ব্যবস্থা নিশ্চিত হবে। ফলে ফসল উৎপাদনে আরো স্বয়ংসম্পুর্ণতা অর্জন করা সম্ভব হবে।


গঙ্গানির্ভর নদীগুলোর প্রবাহ ও নাব্যতাও বৃদ্ধি পাবে। শুষ্ক মৌসুমে গড়াই, নবগঙ্গা, বড়াল, কপোতাক্ষর পানি প্রবাহ বৃদ্ধি পাবে। লবণাক্ততার মাত্রা কমে যাবে। জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। গঙ্গা নির্ভর এলাকায় গুরুত্বপূর্ণ বর্তমান ও ভবিষ্যৎ প্রকল্পসমূহের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাস পাবে। এছাড়া সুন্দরবনের বনজ সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে। এ প্রকল্পটি আলোর মুখ দেখলে এলাকার মৎস্য-সম্পদ সংরক্ষণের প্রসার হবে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ভারতের প্রধানমন্ত্রী উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে গঙ্গাব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শনে আসছেন।


সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাবেশে তারা বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এরই ধারাবাহিকতায় সরকার গঙ্গাব্যারেজ প্রকল্প অনুমোদনের পর ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নে সরকারকে আরো দৃঢতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হবে।


সমাবেশে রাজশাহীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন উত্তর রাজশাহী সেচ প্রকল্পটিও বিবেচনায় নিয়ে দ্রুত বাস্তবায়নেরও জোর দাবি জানানো হয়।


সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নারী নেত্রী কল্পনা রায়, জেলা লোকমোর্চার সভাপতি আলাউদ্দিন আল আজাদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, প্রকৌশলী খাজা তারেক, লেখক শাহ মো. জিয়া, ক্রিড়া সংগঠক শহিদুজ্জামান টুকু, পরিবেশবিদ মিজানুর রহমান. ডা. সেলিনা খাতুন, ওয়েব সভাপতি আঞ্জুমান আরা লিপি বাবু।


বিবার্তা/রিমন/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com