শিরোনাম
লামায় পঞ্চম শ্রেণির ছাত্রীর বিয়ে সম্পন্ন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:৪১
লামায় পঞ্চম শ্রেণির ছাত্রীর বিয়ে সম্পন্ন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় আছমা আক্তার নামে এক শিশুকে বিয়ে দিয়েছে তার অভিভাবকরা। শুক্রবার রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।


আছমা হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার ক্লাস রোল-৬৪।


ফাইতং খুঁইজ্জাপাড়ার বাসিন্দা মৃত মো. ইউছুপ আলীর মেয়ে আছমাকে চকরিয়া বরইতলী বানিয়াছড়ার বাসিন্দা আ. করিমের ছেলে মো. শহীদুল্লার সাথে বিয়ে দেয়া হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া আনছারীর মধ্যস্থতায় আছমার বিয়ে সম্পন্ন হয়। তবে জাকারিয়া আনছারী বিয়ের বিষয়টি স্বীকার করলেও তার নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।


ফাইতং ইউনিয়ন পরিষদ সচিব জানায়, মেয়েটি পঞ্চম শ্রেণির ছাত্রী ও বয়স কম হওয়ায় তার অভিভাবককে জন্ম নিবন্ধন সনদ দেয়া হয়নি।


এ বিষয়ে ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন কোম্পানী কিছু জানেন না বলে জানান।


বিবার্তা/আরমান/পলাশ/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com