শিরোনাম
নোয়াখালীতে কৃষক- ক্ষেতমজুর সমাবেশ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:২৪
নোয়াখালীতে কৃষক- ক্ষেতমজুর সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রকৃত ভূমিহীন-বর্গাচাষী-ক্ষুদ্র কৃষকদের মধ্যে কার্ডের মাধ্যমে কৃষিঋণ, টিআর, কাবিখা, স্বল্পমূল্যে কৃষি উপকরণ সরবরাহসহ নানা দাবিতে নোয়াখালীতে কৃষক-ক্ষেতমজুর সমাবেশ হয়েছে।  

 

রবিবার দুপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে একই দাবিতে শহরে ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা সজ্জিত একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।   

 

সংগঠনের জেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টুর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুর আলম মিঠু, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির আহ্বায়ক দলিলের রহমান দুলাল, নবগ্রাম অঞ্চলের কৃষক প্রতিনিধি মো. ইব্রাহিম, চরকলমীর কৃষক প্রতিনিধি আরশাদ আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন কৃষক ফ্রন্টের জেলা সংগঠক বিটুল তালুকদার।

 

এসময় বক্তারা দেশব্যাপী সকল বিভাগে অনিয়ম, ঘুষ-দুর্নীতি, মাদক-জুয়া ও চাঁদাবাজি বন্ধ, প্রকৃত ভূমিহীন-বর্গাচাষী-ক্ষুদ্র কৃষকদের মধ্যে কৃষিকার্ডের মাধ্যমে কৃষিঋণ প্রদান, টিআর, কাবিখা, স্বল্পমূল্যে কৃষি উপকরণ সরবরাহ, খাসজমি প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ দেয়া, ইউনিয়নভিত্তিক সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন, আর্মি রেটে রেশনিং প্রদান, উপকূলীয় অঞ্চলে পর্যাপ্ত আশ্রয়ন প্রকল্প স্থাপন এবং নদী ভাঙ্গন রোধসহ ১৩ দফা দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

 

বিবার্তা/সুমন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com