
কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা আমতলা এলাকায় ট্রাকচাপায় মোস্তাাফিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার (৩০জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান কালিয়া উপজেলার বাবরা-হেসলাগাতি এলাকার বাসিন্দা। তিনি লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকায় এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর রহমান কালনা ফেরিঘাট এলাকার এলপিজি গ্যাস স্টেশন থেকে বুধবার সন্ধ্যায় ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে কালিয়া উপজেলার বাবরা-হেসলাগাতি নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের আমতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি মহাসড়কের মাঝে পড়ে যান। পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শরিফুল ইসলাম বৃহস্পতিবার(৩১জুলাই) সকালে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় সকালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]