
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বালাবাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশা বহির্ভূত কাজ ও নিম্নমানের ইট, খোয়া দিয়ে ঢালাই ও সীমানা প্রাচীরের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এনিয়ে ওই এলাকার স্থানীয়রা বাঁধা দেন।
সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে বালাবাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে ১৪ লাখ ২৪ হাজার ২৫৩.৫৪ টাকার চুক্তিতে প্রকল্পটির নির্মাণকাজ পায় মেসার্স খায়রুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যাতে দুর্ঘটনার শিকার না হয় সেজন্য সীমানা প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে চিলমারীতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু কাজের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকাবাসী এক পর্যায়ে কাজ বন্ধ করে দেন।
চিলমারী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, আমি দায়িত্বে থাকা এসও কে বলছি দেয়ালটা ভেঙে দিতে। এছাড়াও তিনি সরেজমিনে গিয়ে পরিদর্শনের কথা জানান।
বিবার্তা/রাফি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]