
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদ, ৩১ দফা বাস্তবায়ন এবং শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশাকে দল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তার অনুসারীরা।
শনিবার (১৯ জুলাই) বিকাল তিনটার দিকে উপজেলা পরিষদের সামনের মাঠে শতশত মানুষ জড়ো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধানহাঠিতে এসে শেষ হয়।
পরে মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন কাংশা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান।
এতে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. সুলতান আহমেদ, শ্রমিক দলের যুগ্ন আহ্বায়ক হাসিন আরমান মাসুদ, ধানশাইল ইউনিয়নের সদর ওয়ার্ডের সভাপতি মো. খায়রুল ইসলাম, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মো. জহুরুল ইসলাম, হাতিবান্দা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আল মামুন, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম, বিএনপি নেতা মো. সরোয়ার বাহাদুর লাল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত সৈনিক, আন্দোলন সংগ্রামে অংশ নেয়া নানা অত্যাচারের শিকার নেতা সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। একটি বিশেষ মহল কেন্দ্রীয় নেতবৃন্দকে ভুল বুঝিয়ে অসত্য তথ্য দিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাদশার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ২৬ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলের প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহŸায়ক ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশাকে বহিষ্কার করা হয়।
এদিকে, নিয়মবহির্ভূত উপজেলা বিএনপি’র নাম ব্যবহার করে বহিষ্কৃত বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করার প্রতিবাদে উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. এখলাস আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক আরেফিন সোহাগ, যুগ্ন আহ্বায়ক মো. টারজানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]