
জুলাই আগস্ট গণভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পঞ্চগড় জেলা শাখা।
১৮ জুলাই, শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এই মৌন মিছিলটি জেলা শহরের দলীয় কার্যালয় থেকে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা কৃষক দলের সাধারণ শাহজাহান সিরাজ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলটির পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে আগামীর দিকে এগিয়ে যেতে হবে। কোন অপশক্তি যেন বাংলাদেশের ঘায়েল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। একইসাথে শহীদদের আত্মত্যাগের কথা স্মৃতিচারণ করে ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]